নবীগঞ্জে এলপি গ্যাসের দাম বেশি রাখায় ডিস্ট্রিবিউটরকে ৭০ হাজার টাকা জরিমানা
তারিখ: ২০-জানুয়ারী-২০২৬
এম.এ মুহিত,নবীগঞ্জ ॥

 নবীগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ডিস্ট্রিবিউটরকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এলপিজি গ্যাসের সরবরাহ, মজুদ ও মূল্য পরিশিষ্ট সংক্রান্ত বিষয়াদি সরেজমিনে যাচাই করা হয়। যাচাইয়ে দেখা যায়, সরকার কর্তৃক নির্ধারিত ১২ কেজি এলপি গ্যাসের মূল্য ১৩০৬ টাকা নির্ধারিত থাকলেও তা অতিক্রম করে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করা হচ্ছে। এ অপরাধে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারায় ইনাতগঞ্জ বাজারের জালাল এনার্জি পয়েন্ট (প্রো: জামাল চৌধুরী)-কে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। 
এছাড়া অভিযানে সংশ্লিষ্ট খুচরা ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়। ভোক্তাদের উদ্দেশ্যে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গ্যাস ক্রয়ের সময় অবশ্যই মেমো সংগ্রহ করতে হবে। কোনো রিটেইলার বা খুচরা বিক্রেতা যদি মেমো দিতে অস্বীকৃতি জানায়, তাহলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। এসময় তিনি বলেন, “সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

প্রথম পাতা