স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সকল ট্রাক মালিক ও শ্রমিকদের উদ্ধোগে চারদফা দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার সকালে শহরের কালিগাছতলা অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক চালক, মালিক ও শ্রমিক অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা চার দফা দাবি তুলে বলেন : মহাসড়কে ট্রাক্টর দ্বারা পণ্য পরিবহন বন্ধ করতে হবে। নসিমন, করিমন ও বটবটি দিয়ে মহাসড়কে পণ্য পরিবহন করা যাবে না। ব্যাটারি চালিত টমটম ও ভ্যান দিয়ে পন্য পরিবহন করা যাবে না। অবৈধ পাওয়ারটিলর মহাসড়কে চলাচল বন্ধ করতে হবে। বক্তারা আরও বলেন- আমরা সরকারকে সবধরণের ট্রাক্স দিয়ে সড়কে চলাচল করি। কিন্তু টমটম অটোরিক্সা, ট্রাক্টর, নসিমনসহ অবৈধ যানবাহনের কারণে আজ আমরা পথে বসে যাচ্ছি। পুলিশ ও জেলা প্রশাসনকে এব্যাপারে আইনী ব্যবস্থা নিতে হবে। আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। মানববন্ধনে ধুলিয়ালখাল আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মোঃ জামাল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন চৌধুরী বাজার ট্রাক স্টেন্ড আঞ্চলিক শাখার সভাপতি শেখ রুহুল আমিন, মোঃ আতর আলী, মোঃ আব্দুল কদ্দুস, মোঃ মিজানুর রহমান, মোঃ সজল খান, মোঃ আফজল মিয়া, রিপন মিয়া প্রমুখ।