চুনারুঘাটে প্রচারণায় বাঁধা দেয়ার অভিযোগে মধ্যরাতে থানায় তাহেরী
তারিখ: ৩১-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন (তাহেরী) তার নির্বাচনী প্রচারণায় বাঁধা ও তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি চুনিারুঘাট থানায় গিয়ে মৌখিকভাবে এ অভিযোগ জানান। 
পরে থানার সামনে সাংবাদিকদের তাহেরী বলেন, তার দুই কর্মী চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় মাইক দিয়ে মোমবাতি প্রতীকের প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় কয়েকজন তাদের গতিরোধ করে মাইক ছিনিয়ে নেন। একই সঙ্গে ওই এলাকায় আবার প্রচারণা চালালে হত্যা করা হবে বলেও হুমকি দেন।
তাহেরী আরও বলেন, নির্বাচনের সঙ্গে জনগণের আকাঙ্কা ও স্বার্থ জড়িত। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে শক্তি প্রদর্শনের এ ধরনের ঘটনা বহুল প্রত্যাশিত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য তিনি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন। 
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মো. গিয়াস উদ্দিন তাহেরীর মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত একজনকে শনাক্ত করা হয়েছে। তাহেরীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম পাতা