নারী ও যুবকদের ভবিষ্যৎ নিরাপদ করতে বিএনপি ছাড়া অন্য কোনো বিকল্প নেই-এস.এম.ফয়সল
তারিখ: ৩১-জানুয়ারী-২০২৬
মাধবপুর প্রতিনিধি ॥

 হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন বাংলাদেশের নারী ও যুবকদের ভবিষ্যৎ নিরাপদ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছাড়া অন্য কোনো বিকল্প নেই। কিছু দল ক্ষমতায় এলে নারীদের কাজের সুযোগ সীমিত হয়ে যাবে। অথচ বিএনপি নারীদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে চায়। বিএনপি ধর্মে বিশ্বাস করে, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। রাষ্ট্র মেরামতের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই ৩১দফা কর্মসূচি ঘোষনা করেছেন। তাতে সবার জন্য স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে। মায়েদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যাতে সেই অর্থ পরিবারের কল্যাণে ব্যয় হয়। কৃষক, শ্রমিক ও বেকার যুবকদের জন্য পরিকল্পনা রয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য সঠিক মূল্যে পাওয়ার ব্যবস্থা, যুবকদের চাকরি ও প্রশিক্ষণ এবং ফ্রি ক্লিনিক স্থাপনের কথাও রয়েছে।
তিনি আরও বলেন আমি কোন প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী না। আপনাদের ভোটে যদি নিবার্চিত হতে পারি তাহলে ন্যায় ও সততার ভিত্তিতে এলাকার উন্নয়ন করে যাব ইনশাল্লাহ। তাই আগামী ১২ ফেব্রুয়ারী ধানে শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান। শুক্রবার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবাসহ বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক, মত বিনিময় করেন। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা গুলো বলেন।
এছাড়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বিএনপির মনোনীত প্রার্থী এস.এম.ফয়সলের পক্ষে শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর, মনতলাসহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, মত বিনিময় সভা ও ধানের শীষের লিফলেট বিতরণ করেন। এসময় তিনি বলেন ফয়সল ভাই আমাদের পরিক্ষীত নেতা। সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাই এখন সুযোগ এসেছে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে কাজ করা।
সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমদ তার বাবা বিএনপির মনোনীত প্রার্থী এস.এম.ফয়সলের পক্ষে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে উঠান বৈঠক, মত বিনিময় সভা ও ধানের শীষের লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে বলেন- আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য একটি ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। এই নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিলে দেশ ও জাতির ভবিষ্যৎ নিরাপদ হবে। হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করলে তিনি এই অঞ্চলকে একটি সমৃদ্ধ জনপদে পরিণত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সায়হাম নীট কম্পোজীট মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাফকাত আহমদ তার বাবা বিএনপির মনোনীত প্রার্থী এস.এম.ফয়সলের পক্ষে চুনাররুঘাট ও মাধবপুরে বিভিন্ন চা বাগান এলাকায় উঠান বৈঠক, মত বিনিময় সভা ও ধানের শীষের লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত চা-শ্রমিক ও জনসাধারনের উদ্দেশ্যে বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা তুলে ধরে সৈয়দ ইশতিয়াক বলেন, এই ৩১ দফার ভিত্তিতেই একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং রাষ্ট্রকে গণতান্ত্রিক পথে ফেরাতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আসন্ন নির্বাচনে আমার বাবা ফয়সল সাহেবকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

প্রথম পাতা