লিমন শাহ্ ॥ চুনারুঘাটের দূর্গাপুরে ৬ষ্ট স্পন্দন নাইট ফুটসাল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। স্পন্দন ফুটবল একাডেমির সভাপতি ও ৭নং উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামাল উদ্দিেেনর পরিচালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি এডভোকেট এনামুল হক সেলিম ও দূর্গাপুর বাজার কমিটির সভাপতি আলহাজ¦ আব্দুস সাত্তার। গতকাল ফাইনাল খেলায় বাটা একাদশের মুখোমুখি হয় আনাস একাদশ। খেলায় (০-১ গোলে আনাস একাদশ বিজয়ী হয়। স্পন্দন ফুটবল একাডেমীর আয়োজনে দুর্গাপুরে অনুষ্ঠিত খেলা পরিচালনা করেন মোঃ আবু তাহের ও মোঃ বাছির। ধারা ভাষ্যকার ছিলেন শফিকুর রহমান শাফী। এতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন মোঃ আতাউর রহমান মন্নাফ, নোমান, হেলাল, মাসুম, সুমন, অমিত ও লাদেন প্রমূখ। বিজয়ীদের হাতে ১ম পুরস্কার মোটর সাইকেল ও রানার্স আপ দলের হাতে দ্বিতীয় পুরস্কার ফ্রিজ তুলে দেন অতিথিরা।