শহরে পশু খাদ্যের ব্যবহৃত লবন মানুষের খাবারে, ধানসিঁড়ি রেষ্টুরেন্টকে জরিমানা
তারিখ: ৩১-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় অবস্থিত ধানসিঁড়ি রেষ্টুরেন্টে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় পশু খাদ্যের জন্য ব্যবহৃত লবন মানুষের খাবারে ব্যবহারের প্রমান পাওয়া যায়। এছাড়াও খাবারের মধ্যে কেওড়াজল ব্যবহার, কাচা মাছ মাংস এবং রান্না করা তারকারী একই ফ্রিজে সংরক্ষণ ও খোলা ডাস্টবিন ব্যবহারসহ নানা অনিয়ম পরিলক্ষিত হয়। এরই প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক ভোক্তা আইনে ধানসিঁড়ি রেষ্টুরেন্টকে ৮হাজার টাকা জরিমানা করেন। অভিযানকালে সদর মডেল থানার একদল পুলিশ সহায়তা করেন।

প্রথম পাতা