স্টাফ রিপোর্টার ॥ ১ম বিভাগ ক্রিকেটলীগে দিগন্ত ক্রীড়াচক্রকে ৬০ রানের বিশাল ব্যবধানে হারালো উত্তরণ সংসদ। গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় উত্তরণ সংসদের খেলোয়াড়দের দারুণ ফারফর্মেন্সে এ বিশাল জয় অর্জন করেন তারা। এর মধ্যে দারুণ ব্যাটিং করে উত্তরণ সংসদের হয়ে রফিকুল ইসলাম জয় টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি আদায় করে নেন। এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন উত্তরণ সংসদের অধিনায়ক। ২৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে উত্তরণ সংসদ। এর মধ্যে দারুণ ব্যাটিং করে টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি করেন জয়। আর দিগন্ত ক্রীড়া চক্রের হয়ে রেদুয়ান ২টি ও তন্ময় নেন ১টি উইকেট। উত্তরণের হয়ে সেঞ্চুরি করা জয় ৯টা ছয় ও ৩টি চারের বিনিময়ে খেলেন ১০৭ রানের ঝলমলে ইনিংস। হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচ। ১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে দিগন্ত ক্রীড়াচক্র। দিগন্তের হয়ে ইফতি ২৫ ও তন্ময় করেন ২৩ রান। উত্তরণ সংসদের স্বাধীন ২টি, রতন ১টি ও সুফিয়ান নেন ১টি করে উইকেট।