বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম ও গণঅধিকার পরিষদ জোট মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ডাক্তার সাখাওয়াত হাসান জীবন বলেছেন-আমরা মায়েদের হাতে একটি ফ্যামিলি কার্ড দিতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে সরকার থেকে কিছু সহযোগিতা দেয়া হবে। যাতে পরিবারগুলো উপকৃত হয়। আমরা এই কাজটি বাস্তবায়ন করতে চাই। শুক্রবার দুপুর ১২ টায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের ৭নং লামাহাটি ওয়ার্ডে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ তিনি আরো বলেন- দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসার করতে উপবৃত্তি চালু এবং সরকারি চাকরিতে প্রবেশে বিশেষ পদক্ষেপ নিয়েছিলেন। ১৯৯১-৯৬ মেয়াদে তিনি মেয়েদের জন্য ১০ম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করেন। যা নারী শিক্ষা ও কর্মসংস্থানে মাইলফলক হিসেবে কাজ করে। সরকারি চাকরিতে নারীদের আবেদনের বয়স বৃদ্ধি (২৭ থেকে ৩০ বছর), যা অনেক নারীকে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ করে দিয়েছে। শিক্ষা ও উপবৃত্তি কর্মসূচির ফলে গ্রামীণ নারীদের স্কুলে আসার প্রণতা বেড়ে যায়। তিনি আরো বলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নারীদের কর্মক্ষেত্রে আরো উদ্বুদ্ধ নানা পরিকল্পনা হাতে নিয়েছেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে তা বাস্তবায়ন করা হবে। শুধু নারীরাই নয়, বেকার তরুণদের কর্মমুখী করা হবে। ১২ ফের্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ধানের শীষের গনজোয়ার সৃষ্টি হয়েছে। বানিয়াচং-আজমিরীগঞ্জের ২০টি ইউনিয়ন ও একটি পৌরসভার সর্বত্র ধানের শীষেরও গনজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের মানুষ এবার বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান। অতীতের বিএনপি’র উন্নয়ন ও সুশাসনের কথা এখন দেশের জনগণের মুখে মুখে। ১২ ফের্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন করার জন্য আমাকে সুযোগ দিন। তিনি আরো বলেন-উন্নয়ন, চিকিৎসা, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি কোন বিকল্প নেই। তিনি আরো বলেন- আমাকে নির্বাচিত করলে সব শ্রেণীর মানুষ শান্তিতে থাকতে পারবেন। কাউকে রাজনৈতিক ভাবে হয়রানীর স্বীকার হতে হবে না। শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানন্নোয়নে আমি কাজ করবো। কোথায় দুর্নীতি অনিয়ম হবে না। সরকারি বরাদ্দের শতভাগ টাকা সুষম বন্টন নিশ্চিত হবে। সামাজিক নিরাপত্তা, কৃষি উন্নয়নে কৃষকদের কার্ড প্রদান করা হবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন হবে। সমাবেশে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম, গণঅধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পৈলারকান্দি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে তিনি গতকাল সমাবেশ করেন। প্রতিটি সমাবেশে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ডাক্তার জীবনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার প্রতিজ্ঞাব্যক্ত করেন।