স্টাফ রিপোর্টার ॥
চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারন সম্পাাদক নাজিম উদ্দিন বৈষম্যবিরোধি মামলায় জেলা কারাগারে রয়েছেন। অভিযোগ উঠেছে তার নিকটাত্মীয় এক বিএনপি নেতা তাকে বিএনপি কর্মী বানিয়ে জেলা কারাগার থেকে মুক্ত করতে দৌড়ঝাঁপ শুরু করেছে। এতে করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে, নাজিম উদ্দিন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীেেগর সাবেক সভাপতি, বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক সরকারের ঘনিষ্ট সহযোগি বলে জানা যায়। ২০২৫ সালের ৫ আগষ্টের পূর্বে মানিক সরকারের নেতৃত্বে নাজিম উদ্দিন এলাকায় আওয়ামী লীগের পেশি শক্তি ব্যবহার করে এলাকায় ত্রাস হয়ে উঠে। তার বিরুদ্ধে ৫ আগষ্টের পর আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন, শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপনসহ নানা কর্মসূচি পালেেনর অভিযোগ রয়েছে। এছাড়া নাজিম উদ্দিন আওয়ামী লীগের ক্ষমতাবলে আমতলা গ্রামের দিনমজুর বাদশা মিয়ার ছেলেকে মারপিট করে পা ভেঙ্গে দেয়। পরে বাদশা মিয়া মামলা করলে সুমন মিয়া নামে আরেক ব্যক্তির সহযোগিতা নিয়ে বাদশা মিয়াকে ভয়-ভীতি দেখায়। ফলে তাদের চাপে বাদশা মিয়া মামলা তুলতে বাধ্য হয়। নাজিম উদ্দিন গ্রেফতার হলেও এখনো ধরাছোয়ার বাহিরে মানিক সরকার। ফলে এলাকায় ক্ষোভের সৃৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত মানিক সরকারকে গ্রেফতারে দাবী জানিয়েছেন। স্থানীয়রা জানান, নাজিম উদ্দিনের ঘনিষ্ট এক বিএনপি নেতা তাকে জেল থেকে ছাড়ানোর চেষ্টা করছে। অভিযোগ উঠেছে তাকে বিএনপির কর্মী বানিয়ে মুক্ত করতে ওই চক্রটি দৌড়ঝাপ শুরু করেছে। তাদের দাবী নাজিম উদ্দিন মুক্তি পেলে সে পুনরায় পুর্বাঞ্চলের ত্রাসের রাজত্ব গড়ে তুলবে।