নবীগঞ্জে পৃথক স'ানে ৪ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মর্মানি-ক মৃত্যু
তারিখ: ২৮-মার্চ-২০১৩
শাহ তজম্মুল আলী নিলু, নবীগঞ্জ ॥ নবীগঞ্জের পল্লীতে মাত্র ৪ ঘন্টার ব্যবধানে পৃথক স'ানে পানিতে ডুবে ২ শিশুর মর্মানি-ক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায়  নেমে এসেছে শোকের ছায়া। জানা যায়, গত মঙ্গলবার বাড়ির পার্শ্ববর্তী ডোবার পানিতে ডুবে উপজেলার মান্দারকান্দি গ্রামের অজিত মালাকারের শিশুকন্যা রিতা মালাকার (১০) এর মর্মানি-ক মৃত্যু হয়। রিতার স্বজনরা জানান, সে জলাতঙ্ক রোগে ভোগছিল। এদিকে, এ ঘটনার মাত্র ৪ ঘন্টার মাথায় একই উপজেলার ঘোলডোবা গ্রামের রেনু মিয়ার শিশুপুত্র রাকিব মিয়া (৫) সকলের অজানে- পুকুরের পানিতে ডুবে প্রাণ হারায়।
প্রথম পাতা