শহরে দুর্বৃত্তদের হামলায় আহত ব্যবসায়ী কিতাব আলী নিহত ॥ বিএনপি নেতা মোতাকাব্বির খান আক্কাছসহ আটক ২
তারিখ: ২৮-মার্চ-২০১৩
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মুদি ব্যবসায়ীকে জবাই করে হত্যার চেষ্টা ঘটনায় আহত কিতাব কিতাব আলী (৬৫) দীর্ঘ ২৫ দিন হাসপাতালে  চিকিসাধীন থাকার পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। এ ঘটনায় দায়ের করা মামলার সাক্ষী বিএনপি নেতা মোতাকাব্বির খাঁন আক্কাছসহ ২ জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, শহরের স্টাফ কোয়ার্টার এলাকার মেসার্স শাহিন স্টোরের সত্ত্বাধিকারী, ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্‌স) এর দপ্তর সম্পাদক মোঃ এনামুল হক শাহিন-এর পিতা মোঃ কিতাব আলী (৬৫)কে গত ২ মার্চ ভোরে ফজরের নামাজে যাওয়ার সময় জবাই করে হত্যার চেষ্টা করে একদল দুর্বৃত্ত। গুরুতর অবস'ায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ২৫ দিন চিকিসার পর গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় তিনি মৃত্যুবরণ করেন। এদিকে, এ ঘটনায় দায়ের করা মামলার সাক্ষী বিএনপি নেতা মোতাকাব্বির খাঁন আক্কাছ ও মইদুর (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। হবিগঞ্জ সদর মডেল থানার এস আই আব্দুল্লাহ আল মামুন গতকাল রাতেই তাদের আটক করেন।
প্রথম পাতা