হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তারিখ: ২৮-মার্চ-২০১৩
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সকাল ৬টায় শহরের প্রধান সড়কের জেলা প্রশাসক কার্যালয়ের কাছে দূর্জয় হবিগঞ্জ”-এ জেলা প্রশাসনের পুস্পস-বক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে বেলা সাড়ে ৮টায় শহরের জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত কুচকাওয়াজে পুলিশ প্রশাসন, আনসার-ভিডিপি, বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রীরা অংশ নেন। পরে ছাত্রছাত্রীরা মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করেন। এতে অতিথি হিসেবে উপসি'ত ছিলেন- জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার, পুলিশ সুপার কামরুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুর রউফ, হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, সিভিল সার্জন শফিকুর রহমান চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান প্রমুখ। পরে অতিথিবৃন্দ কুচকাওয়াজ ও শারীরিক কসরতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ শিশু একাডেমী, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রছাত্রী অংশ নেন। সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে নিমতলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথম পাতা