বাহুবলে পাচারকালে পুলিশের হাতে ১২ লাখ টাকার গাঁজা আটক
তারিখ: ২৮-মার্চ-২০১৩
এম. শামছুদ্দিন, মিরপুর ॥ বাহুবলে প্রায় ১২ লাখ টাকার গাঁজা আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১০টায় উপজেলার
মিরপুর বাজারের অদূরে তগলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মিনিট্রাকসহ এ
গাঁজার চালান আটক করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়
পাচারের উদ্দেশ্যে গাঁজাভর্তি একটি গাড়ি প্রস'ত করা হয়েছে- এমন সংবাদ গোপন সূত্র থেকে বাহুবল
মডেল থানা পুলিশকে জানানো হয়। এ খবরের ভিত্তিতে অফিসার ইনচার্জ জালাল উদ্দিন
ভূঁইয়া ও এস আই সোহেল মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মিরপুর বাজারের অদূরে
তগলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকটে অভিযান চালায়। এ সময় মাছ পরিবহনের প্লাস্টিকের
ড্রাম ও প্লাস্টিকের কাচা ভর্তি মিনিট্রাক নং (ঢাকা মেট্রো ন-১৪-১১০৪) আটক করা হয়।
পরে গাড়ি তল্লাসী করে প্লাস্টিকের কাচায় ভর্তি ৫ কেজি ওজনের ১৭টি গাঁজার প্যাকেট
উদ্ধার করে মধ্যরাতে মালামালসহ ট্রাকটি থানায় নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে, আটককৃত গাঁজার
বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। তবে কাউকে
গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন ভূঁইয়া।