আব্দুর রউফ সেলিম/এম এ আজিজ সেলিম ॥ হবিগঞ্জ শহরতলীর ভাঙ্গারপুর এলাকায় মোটর সাইকেল-প্রাইভেট কার
মুখোমুখি সংঘর্ষে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা
জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক প্রবীণ
আইনজীবী আজিজুল বারী কামাল (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ব্র্যাক হবিগঞ্জ
শাখার মৎস্য কর্মকর্তা আব্দুল বারী (৪০)। তাকে হবিগঞ্জ সদর আধুনিক
হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আজিজুল বারী কামাল হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন
এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিট এর বর্তমান সহ সভাপতি
এবং কেন্দ্রীয় কমিটির প্রাক্তন পরিচালক ছিলেন। গতকাল বুধবার রাত ৭টায়
হবিগঞ্জ-নসরতপুর বাইপাস সড়কের ভাঙ্গারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স'ানীয় সূত্রে
জানা যায়- নিহত আজিজুল বারী কামাল আহত আব্দুর বারীকে সঙ্গে নিয়ে বুধবার বিকেলে
একটি মোটর সাইকেলে হবিগঞ্জ সদর উপজেলার সুতাং এলাকার আমিনপুর গ্রামে কামালের
মালিকানাধীন ফিশারিজে পোনা ছাড়তে যান। শহরে ফেরার পথে রাত ৭টার দিকে ভাঙ্গারপুল
এলাকায় একটি প্রাইভেট কারের (নং-ঢাকা মেট্রো ক-০৩-৮৪২৩) সঙ্গে মোটর সাইকেলটির
(খুলনা মেট্রো-হ-১১-৫৫৩০) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলটি ধুমড়ে মুচড়ে গেলে
তারা ২ আরোহী আহত হন। সঙ্গে সঙ্গে স'ানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুল বারী কামালকে মৃত ঘোষণা করেন। এদিকে, হবিগঞ্জ সদর থানার এসআই ইন্দ্রনীল দূর্ঘটনাস'লে পৌঁছে মোটর
সাইকেল ও প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে কারের চালক পালিয়ে যায়।
আজিজুল বারী কামালের মৃত্যুর খবর শুনে আইনজীবী, রাজনীতিবিদ, সাংবাদিকসহ সর্বস-রের শত শত মানুষ হাসপাতালে ভীড়
জমান। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় হবিগঞ্জ জজকোর্টে তার প্রথম জানাযা এবং পরে চাষী
বাজারে ২য় জানাযা অনুষ্টিত হবে। সবশেষে তার গ্রামের বাড়ি শরীফাবাদে তৃতীয় জানাজা
নামাজ শেষে পারিবারিক কবরস'ানে তার লাশ
দাফন করার কথা রয়েছে।
বিভিন্ন মহলের শোক
আজিজুল বারী নিহত হওয়ায় ঘটনায় আইনজীবী ও রাজনীতিবিদসহ সর্বমহলের শোকের ছায়া বিরাজ করছে। তার অকাল মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন-প্ত পরিবারের প্রতি সববেদনা জানিয়ে বিভিন্ন মহলের লোকজন বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন- হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল, সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক শংকর পাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর ভূঁইয়া বাবুল, মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, লাখাই উপজেলা চেয়ারম্যান রফিক আহমেদ, জেলা ছাত্রলীগ সভাপতি মোস-ফা কামাল আজাদ রাসেল, বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন প্রমুখ।