স্টাফ রিপোর্টার ॥ মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার রাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা
প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গণের নিমতলায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির।
বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার কামরুল আমীন, সিভিল সার্জন ডাঃ শফিকুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুর রউফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ এর উপ-পরিচালক গোপাল চন্দ্র দাস, বৃন্দাবন সরকারি কলেজ অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, সরকারি বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ নিখিল ভট্টাচার্য্য, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, অ্যাডভোকেট আলমগীর ভূইয়া বাবুল।
জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বর্তমান সভাপতি মোসত্মফা কামাল আজাদ রাসেল ও জেলা কৃষকলীগ নেতা হুমায়ূন কবির রেজা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু জাহির বলেন- ক্ষুধা, দারিদ্রমুক্ত দেশ গড়তে হলে রাষ্ট্রের নাগরিক ও রাজনীতিবিদদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে। সর্বাগ্রে সততা ও গণতন্ত্রের চর্চা করতে হবে।
তিনি বলেন- আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। মানুষ ও পৃথিবী সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করেছে বিজ্ঞান। আর বিজ্ঞান সৃষ্টি করেছে প্রযুক্তি। যে জাতি তথ্য প্রযুক্তিতে শিড়্গিত, সে জাতি তত বেশি উন্নত। তাই আমাদেরকে তথ্য প্রযুক্তিতে উন্নত হতে হবে। তাহলেই বাংলাদেশ একটি দারিদ্রমুক্ত, সুখী ও সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।
তিনি আরও বলেন- যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। তবে যে কোন মূল্যে হউক, যোদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করা হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেন- একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, মৃত্যুহার হ্রাস, খাদ্য উৎপাদন বৃদ্ধি ও বিভিন্ন দিক দিয়ে পরিবর্তনের উপর একটি দেশের উন্নয়ন নির্ভর করে। এজন্য আমাদেরকে বৈজ্ঞানিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
তিনি আরও বলেন- “একটি সমীক্ষায় বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তবে, আমি মনে করি, ২০৫০ নয় ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ উন্নয়ত রাষ্ট্রে পরিণত হবে।”
তিনি বলেন- আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ একটি সেরা জাতির সেরা দেশে পরিণত হবে। তখনই এ দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।
পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা নাচ ও গান পরিশেন করেন।