সড়ক দুর্ঘটনায় বৃন্দাবন কলেজের শিক্ষক ইসমাইল বিন ইসহাক নিহত
তারিখ: ২৮-মার্চ-২০১৩
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ
সরকারি বৃন্দাবন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ইসমাইল বিন ইসহাক
সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল বুধবার নরসিংদী জেলার নারায়নপুর নামক স'ানে এক সড়ক
দুর্ঘটনায় তিনি মারা যান। নরসিংদীর বাসা থেকে হবিগঞ্জে আসার উদ্দেশ্যে সিলেটগামী
বাসে উঠার জন্য একটি সিএনজিতে করে বাস স্ট্যান্ডে যাচ্ছিলেন। এমন সময় নসিমন
পরিবহনের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে শিক্ষক ইসমাইল বিন ইসহাককে বহনকারী
সিএনজিতে। এতে তিনি মারা যান। দুর্ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। নিহত শিক্ষক ইসমাইল এর বাড়ি লাখাই
উপজেলার আমান উল্লাহপুর গ্রামে। তিনি দীর্ঘদিন
নরসিংদী সরকারি কলেজের শিক্ষক ছিলেন। সেখানে তিনি স'ায়ীভাবে বসবাস
করে আসছিলেন। সমপ্রতি তিনি হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে বদলী হয়ে আসেন। ২ মেয়ে ও
৩ ছেলে সন-ানের জনক ইসমাইল বিন ইসহাক এর বড় মেয়ে রওনাক জাহান ঢাকা মেডিকেল কলেজের
ছাত্রী। এক ছেলে মাহদী হাসান কোরআনে হাফেজ। অন্যান্য সন-ানরাও লেখাপড়া করছেন।
গতকাল বাদ এশা নরসিংদী কলেজ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল
৮টার দিকে গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস'ানে মরহুমের লাশ
দাফন করা হবে।