হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের পুস্পস-পক অর্পণ
তারিখ: ২৮-মার্চ-২০১৩
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক ইমরানকে সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে পুস্পস-পক অর্পণ করেন- হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট এর সংগ্রামী ছাত্রদল নেতা জি, কে ঝলক। এ ছাড়া আরও সঙ্গে ছিলেন- শেখ সজীব আহমেদ, প্রসেনজি, খুরশেদ আলম, সাকিব আল হাসান, তৌফিক, রোমেল খান চৌধূরী, রাহেল আহমদ, প্রীতম চৌধুরী, শুভ, আশিক, বাধন, দীপক, পিয়াল, হৃদয়, রুবেল, সিফাত, এমদাদ, কৌশিক, আল-আমীন, মিরাজ, গালিব, আরাফাত, শওন, বাবু, মাহবুব, সজীব, অপু, জাহিদ, তাহের, মনির, মোরশেদ, জুয়েল, ফরিদ, ছিদ্দিক, রাজিব, মেহেদী হাসান, ফারুক, সম্রাট, জাকির প্রমুখ।
প্রথম পাতা