গুলডোবায় বিনামূল্যে চক্ষুশিবির
তারিখ: ২৮-মার্চ-২০১৩
সংবাদদাতা ॥ আবুল কাছিম ফান্ড ইউকের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের নবীগঞ্জের মাদ্রাসায়ে সিরাজুল উলুম কাদমা গুলডোবায় অনুষ্ঠিত হয় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির কর্মসুচী। কর্মসুচীতে উপসি'ত ছিলেন- আবুল কাছিম ফান্ড ইউকের অর্থ সম্পাদক মোঃ বকর মিয়া (দবির), সিরাজুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ ও জাসপোস হবিগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের গ্রোগ্রাম অফিসার মাহবুব হাসান আদনান। কর্মসুচীতে ২ শতাধিক রোগীকে চক্ষু অপারেশনসহ চিকিসা সেবা দেওয়া হয়।
প্রথম পাতা