শিবপাশা ১৮ দলের হরতাল পালন
তারিখ: ২৮-মার্চ-২০১৩

শিবপাশায় গতকাল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের উদ্যোগে হরতাল পালন করা হয়েছে। পিকেটিং শেষে ইউনিয়ন বিএনপির সভাপতি আলী রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেনুর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, উবায়দুল লতিফ চৌধুরী সবুজ, আব্দুল আহাদ, ফজলু চৌধুরী, জামায়াত নেতা ইকবাল হোসেন চৌধুরী, তাজুল ইসলাম, তজমুল আলী, খেলাফত মজলিস নেতা মাসুক মিয়া চৌধুরী, যুবদল নেতা আব্দুস সালাম, ডাঃ মুজিবুর রহমান, জুলফিকার আলম লাল, মিজানুর রহমান, গোলাপ আলী, আব্দুর রেজেক, বাহারুল, আজিজুল, ছাত্রদল নেতা আলীমূল চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী, মোশাররফ, মামুন, মেহেদী, ছবিল, এনামুল, তাজুল ইসলাম, লোবান মিয়া, মোজাক্কির, জহিরুল, খলিল মিয়া প্রমূখ।

প্রথম পাতা