বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা জেলা শাখার উদ্যোগে স্বাধীনতা দিবসে সভা
তারিখ: ২৮-মার্চ-২০১৩
চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা স,,ম আব্দুস ছামাদ বলেছেন, নবী বিদ্বেষী ব্লগার ও জামায়াত শিবির মুদ্রার এপিঠ ওপিঠ। তাদের বিচারসহ মুক্তিযুদ্ধকালীন সময়ে স্বাধীনতা বিরোধী সকলকে বিচারের আওতায় এনে এবং জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। হবিগঞ্জ পৌর শহরস' ২নং পুল খাজা মঈন উদ্দিন চিশ্‌তীয়া শপিং কমপ্লেক্স ময়দানে জেলা সভাপতি মোঃ নূরুল আমীন এর সভাপতিত্বে ও সেক্রেটারী শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতিক সম্পাদক আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী, জেলা সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল মুহিত, জেলা শ্রমিক ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ ডাঃ এস.এম সরওয়ার। প্রধান আলোচক ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ নূরুল হক চিশ্‌তী।
প্রথম পাতা