বাহুবলে সন্ধ্যা রাতে ছিনতাই
তারিখ: ২৮-মার্চ-২০১৩
আজিজুল হক সানু, বাহুবল ॥ বাহুবলে সন্ধ্যা রাতে এক ধান ব্যবসায়ীকে মারধর করে টাকা কড়ি ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারী। ছিনতাইকারীদের প্রহারে আহত হান্নানকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মহব্বতপুর গ্রামের পাশে আরজান মিয়ার বাড়ির নিকট। জানা গেছে, উপজেলার মহব্বতপুর গ্রামের ধান ব্যবসায়ী আঃ হান্নান গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হবিগঞ্জে ধান বিক্রি করে সোয়াইয়া বাজার হয়ে গ্রামের বাড়ির উদ্যেশ্যে হেঁটে রওয়ানা হন। পথিমধ্যে আরজান মিয়ার বাড়ির নিকট পৌঁছলে ৬/৭ জনের একদল মুখোশধারী লোক তার গতিরোধ করে মারধর করে জিম্মি করে ফেলে। এ সময় ছিনতাইকারীরা তার নিকট থাকা ৩ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এব্যাপারে আঃ হান্নান বাদী হয়ে জামাল মিয়া নামে এক যুবকসহ ৬ জনের বিরুদ্ধে গতকাল বাহুবল থানায় একটি মামলা দায়ের করেছেন।
প্রথম পাতা