বানিয়াচংয়ে প্রতিপক্ষের হামলায় ২ সহোদর আহত ॥ থানায় মামলা
তারিখ: ২৮-মার্চ-২০১৩
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর আহত হয়েছে। গুরুতর আহত অবস'ায় তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বানিয়াচং থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরণে প্রকাশ, ওই গ্রামের সুন্দর খানের পুত্র ফরিদ খানের সাথে একই গ্রামের সুন্দর খাঁর পুত্র সমুজ খাঁ ওরফে লকুছ খাঁ  জমি সংক্রান- বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৩ মার্চ শনিবার সকাল ৭টায় ফরিদ খাঁন ও তার ভাই সেলিম খাঁনের উপর স্বদলবলে হামলা চালায় প্রতিপক্ষের লোকেরা। এতে ফরিদ খাঁন ও সেলিম খাঁন গুরুতর আহত হলে তাদের হবিঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিসকরা জানান, আহত সেলিম খাঁনের অবস'া আশংকাজনক। এদিকে, এ ঘটনার পর গত ২৫ মার্চ সোমবার ফরিদ খান বাদী হয়ে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আতুকুড়া গ্রামের সুন্দর আলী খাঁ ওরফে লকুছ খাঁ, তার পুত্র রায়েল খাঁ, সাবাজ খাঁ, সালামত খার পুত্র জামাল খাঁ, জুয়েল খাঁ, হাজার খাঁর পুত্র সফিক খাঁ, রফিক খাঁ, সুমন খাঁ, হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার ছিদ্দিক মিয়ার পুত্র মতি মিয়া ও তার পুত্র মহিত মিয়াসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামী করা হয়েছে।
প্রথম পাতা