বাহুবলের ৭নং ভাদেশ্বর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কাজী আব্দুর রউফ বাহারকে ২০ দলীয় জোট সমর্থন দিয়েছে। গত বৃহস্পতি রাত ৮টায় থানা বিএনপি সভাপতি আলহাজ্ব আকদ্দছ মিয়া বাবুল-এর মিরপুরস্থ বাসভবনে এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোশাহেদ আলী, থানা বিএনপি সভাপতি আলহাজ্ব আকদ্দছ মিয়া বাবুল, সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, মোঃ জিতু মিয়া, ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার, প্রভাষক আইয়ুব আলী, প্রভাষক আব্দুল হাই ভূঁইয়া, থানা জামায়াতের সেক্রেটারী আব্দুল আহাদ, থানা যুবদল সভাপতি আলহাজ্ব সামছুল আলম, ভাদেশ্বর ইউনিয়ন শাখা সভাপতি হুমায়ূন কবির হিরণ, আতিকুর রহমান চৌধুরী ফারুক, হাজী জবরু মিয়া, মোঃ সামছুদ্দিন ও ভাদেশ্বর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল হক প্রমুখ। সভায় উপস্থিত ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি সভাপতি হুমায়ূন কবির হিরণ জানান, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কাজী আব্দুর রউফ বাহারকে ২০ দলীয় জোটের সমর্থন দেয়া হয়েছে। তিনি স্বতন্ত্র প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এ কারণে ওই ইউনিয়নে ধানের শীষ প্রতীকের কোন প্রার্থী থাকবে না।