মাধবপুর উপজেলার কুলাইচর গ্রামে এক যুবককে নেপাল পাঠানোর নাম করে গুম করার অভিযোগে পাচারকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার সহিদ মিয়ার ভাই ইউসুফ মিয়া বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়-মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের কুলাইচর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে সহিদ মিয়াকে একই গ্রামের মৃত আলীমউদ্দিনের ছেলে শাহেদ মিয়া ও ছলিমউল্লাহ’র ছেলে ইদ্রিছ আলী নেপাল নেয়ার নেওয়ার কথা বলে ২৫ মার্চ বাড়ি থেকে নিয়ে যায়। কিন্তু দীর্ঘদিন সহিদ মিয়ার কোন খোজ-খবর না পাওয়ায় পরিবারের লোকজন ওই দালালদের কাছে সহিদ মিয়া কোথায় আছে জানতে চায়। দালালরা এতে ক্ষুদ্ধ হয়ে সহিদ মিয়ার লোকজনকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দেয়। নিরুপায় হয়ে সহিদ মিয়ার ভাই মোঃ ইউসুফ মিয়া বুধবার থানায় একটি মামলা দায়ের করেন। তার ধারনা সহিদ মিয়াকে দালালরা গুম করে রেখেছে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম জানায়-সহিদ মিয়াকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।