চুনারুঘাটে “এইচ আর এইচ এফ”-এর প্রচেষ্টায় স্বামীর সংসারে ফিরেছে গৃহবধু
তারিখ: ২৩-এপ্রিল-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

দেশের অন্যতম শীর্ষ ও স্বনামধন্য মানবাধিকার সংগঠন “এইচ আর এইচ এফ”-এর প্রচেষ্টায় দীর্ঘ এক বছর পর স্বামীর সংসারে ফিরেছে এক গৃহবধু। ঘটনাটি চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামের। জানা যায়, প্রায় এক বছর পূর্বে উপজেলা  আলীরাজপুর গ্রামের হারুনুর রশিদ ভূইয়ার পুত্র আব্দুল মতিন ভূইয়ার সাথে বিয়ে হয় একই উপজেলার দুধপাতিল গ্রামের দেওয়ান মিয়ার কন্যা লিপি আক্তারের। কিন্তু বিয়ের শর্ত পূরণ না হওয়ায় উভয় পক্ষের মধ্যে দেখা দেয় ভুল বুঝা-বুঝি। যে কারনে টানা এক বছর ধরে পিত্রালয়েই থাকতে হয় লিপিকে। অবশেষে বিষয়টির সম্মানজনক সমাধানের জন্য মানবাধিকার সংগঠন “এইচ আর এইচ এফ”-এর ধারস্থ হন লিপির পিতা দেওয়ান মিয়া। এর পর সংগঠনের জেলা কো-অর্ডিনেটর মোহাম্মদ হোসেন খানের হস্তক্ষেপে গত ২০ এপ্রিল বুধবার লিপির বাড়িতে বসে এক সালিশ বৈঠক। বৈঠকে সম্মান জনক সমাধানের মাধ্যমে লিপিকে সাদরে গ্রহন করে তার শ্বশুরালয়ের লোকজন। ওই বৈঠকে গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের উপদেষ্টা এডভোকেট জি জে হায়দারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, এমন মহতী উদ্যোগের জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।

প্রথম পাতা
শেষ পাতা