গত ২০ এপ্রিল বৃন্দাবন কলেজ ছাত্রলীগের সম্মেলনে সুশীল কুমার দাসকে সৈকতকে যুগ্ম সাধারন সম্পাদক মনোনীত করায় হবিগঞ্জ-লাখাই মাটি ও মানুষের নেতা এমপি এডভোকেট মোঃ আবু জাহির ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল রাতে এমপি আবু জাহিরের বাস ভবনে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান (সানি), রাসেল, রাহুল, নাসির, রাজীব, মাজু, সাব্বির, রাজু, মুশফিক, কাশেম, মৃদুল, আল-আমীন, খোকন, শুভ, এনামুল, দিপ্ত, মুন, তমিজ, অভিজিৎ, জিয়াসহ হবিগঞ্জ পৌর, বৃন্দাবন কলেজ ও কলেজ হোস্টেল ছাত্রলীগের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।