সিএনজি অটোরিক্সা শ্রমিক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক শাহ শামীম আহমেদ স্বপনের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮ টায় পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার সিএনজি অটোরিক্সা সমিতির কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা শিষ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শ্রমিক সমিতির সহ-সভাপতি তানভির আহমেদ জুয়েল, সুরুজ আলী, ইউসূফ আলী, জমির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, আবুল কালাম, কটিয়াদী সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জিতু মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, শ্রমিক নেতা আমির হোসেন, মাসুক মিয়া, সৈয়দ আলী, বাদল মিয়া, মশিউর রহমান, সুমন মিয়া, মোতালেব মিয়া, লিটন মিয়া, স্বপন মিয়া, আঃ আহাদসহ শতাধিক সিএনজি নেতাকর্মী। সভায় নেতৃবৃন্দরা অতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য জোর দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচি পালন করবেন বলে হুশিয়ার প্রদান করেন।