বাহুবলে মোবাইল ফোনে এক শিক্ষক দম্পতিকে প্রাণনাশের হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ব্যাপারে ওই দম্পতির পক্ষ থেকে বাহুবল মডেল থানা এক সাধারণ ডায়রী করা হয়েছে। জানা যায়, বাহুবল উপজেলার চক্রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেজিয়া বেগম ও বাহুবল থানা বিএনপি নেতা মোঃ মর্তুজ আলীকে দুইদিন যাবত ০১৭৭৭২৬২২২১৯ মোবাইল ফোন থেকে তারা স্বামী স্ত্রীকে অজ্ঞাত দুর্বৃত্তরা কয়েক দফায় প্রাণনাশের হুমকি দিয়েছে। অজ্ঞাত দুর্বৃত্ত হুমকি দিয়ে বলেছে, তাদের কে জবাই করে ৫টুকরো করে লাশ গুম করবে। এতে ওই দম্পত্তি চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। গতকাল শুক্রবার বিকেলে জীবনের নিরাপত্তা চেয়ে বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। অপর একটি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ওই দম্পত্তির মিরপুরস্থ বাসভবনের পাশের এক বাসায় সিলেটের যুবতিসহ কাওছার নামের এক যুবককে জনতা আটক করে। স্থাণীয় অনেকের ধারণা, এ ঘটনার জের ধরে শিক্ষক দম্পতিকে হুমকি দেয়া হতে পারে।