একইরাতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরের ঐতিহ্যবাহী রামনগর উৎসবস্থলসহ তিন মন্দির থেকে পিতলের মূর্তি, দান বাক্সের টাকা ও পূজার সরঞ্জাম চুরি হওয়ায় হিন্দু ধর্মালম্বীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ ব্যাপারে রামনগর উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিপুল ভট্রাচার্য্য শিবু ও সেবায়িত জীবর দাস বৈঞ্চব জানান- বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় সংঘবদ্ধচক্র রামনগর উৎসবস্থল শ্রীশ্রী রাধামাধব জিউড় আখড়া মন্দির থেকে পিতলের মূর্তি, দান বাক্সোর টাকা ও পূজার সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। একইভাবে আখড়ার প্রতিষ্ঠাতা প্রহল্লাদ পালের চন্ডি মান্ডব ও মাধব সূত্রধরের মন্দির থেকে মূতির্, পূজার সরঞ্জাম ও টাকা চুরি হয়েছে। শুক্রবার সকালে এ অবস্থা দেখতে পেয়ে বিষয়টি হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশসহ সংশ্লিষ্টদেরকে অবগত করা হয়েছে। একই রাতে তিন মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় হিন্দু ধর্মালম্বীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তার সাথে এমন ন্যাক্কারজনক ঘটনায় তাদের মধ্যে চরম ক্ষোভও বইছে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন-বিষয়টি তাকে অবগত করা হয়েছে। তিনি তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেয়া হবে।