হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের সর্বস্তরে উন্নয়ন নিশ্চিত হয়। এই সরকারের সময়ে প্রত্যন্ত এলাকার সড়ক, ব্রীজ-কালভার্ট ও বিদ্যালয় ভবন নির্মাণের মধ্য দিয়ে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। গত কয়েক বছরে হবিগঞ্জ-লাখাইসহ সারা জেলায় উন্নয়ন হয়েছে। আগামী দিনে সকলের সহযোগিতায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। গতকাল শুক্রবার সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় জেলার সুবিধা বঞ্চিত নারীদের জীবন দক্ষতা উন্নয়নের জন্য সচেতনতা বৃদ্ধি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হবিগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তের আয়োজনে এবং নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর আউয়াল তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক মোঃ আবদুর রউফ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাবেদ আলী, নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কুতুব উদ্দিন। তিনি আরও বলেন, এই সরকারের আমলে নারীদের উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।