নবীগঞ্জের দেবপাড়ায় আওয়ামীলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী বলেন, স্বাধীনতার প্রতীক বঙ্গবন্ধুর প্রতীক নৌকাকে বিজয়ী করার আহবান জানান। গতকাল শুক্রবার বিকালে গোপলার বাজার মরতুর্জা কমিউনিটি সেন্টারে নৌকার মনোনীত প্রার্থী হাজী আব্দুল মুহিদ চৌধুরীর পক্ষে দেবপাড়া আওয়ামীলীগের সহ সভাপতি ইকবাল আহমদ সাজ্জাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফজলুল করিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড্যাভোকেট আবুল ফজল, হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও দেবপাড়া আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এড্যাভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, গতি গবিন্দ দাশ, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমদ মিলু, যুবলীগের সভাপতি আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, শাহ গুল আহমদ কাজল, লোকমান আহমদ খাঁন, পৌর যুবলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, কাজী সালেহ আহমদ, শাহ মুনসুর আলী, মান্না হোসেন, আব্দুল মান্নান, লোকমান খাঁন, জয়নাল আবেদীন, যুবলীগের আহবায়ক শামীম আহমদ, মুহিবুর রহমান রুকুত, খসরু আহমদ, কৃষকলীগ সভাপতি নজির মিয়া, সাইদুর রহমান, নুরুল আমিন, আরিফুল হক হেলাল, নাইওর মিয়া, আয়াজ খাঁন রিপন, সোহাগ মিয়া, জুনেদ মিয়া মেম্বার, ইকবাল হোসেন, আবুল খায়ের সহ ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সহস্্রাধীক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নেতাকর্মীরা আগামী ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হন।