শায়েস্তাগঞ্জে মাদক মামলার দুই সাজাপ্রাপ্ত আসামিকে আটক করা হয়েছে। তারা হল, বাগুনিপাড়া গ্রামের আব্দুল মালেকের পুত্র আব্দুল্লাহ ও একই এলাকার জাহির মিয়া। গত মঙ্গলবার র্যাব ৯ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। জানা যায়, তাদের বিরুদ্ধে আদালত থেকে মাদক মামলায় সাজা পরোয়ানা রয়েছে। এতোদিন তারা আত্মগোপনে ছিলো। গতকাল বুধবার তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়।