নিয়োগ বাতিল চেয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ
তারিখ: ৮-ডিসেম্বর-২০২২
নবীগঞ্জ প্রতিনিধি \

নবীগঞ্জ উপজেলায় পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষায় নিদিষ্ট গ্রামের বাহিরে এক চাকুরী প্রত্যাশীকে উর্ত্তীণ দেখিয়ে ফলাফল প্রকাশ করা নিয়োগ বাতিল চেয়ে আবেদন করেছেন অপর দুই চাকুরী প্রত্যাশী। গতকাল বুধবার রাতে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
অভিযোগে উল্লেখ করা হয়- ২০২১ সালের ১১ আগস্ট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওয়াতাধীন বাউসা ইউনিয়নের ইউনিট-৩ (ক) থেকে পরিবার কল্যান সহকারী পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ইউনিট-৩ (ক) দাসেরকোণা, দেবপাড়া, ভরাকোণা, বাশডর গ্রাম নিয়ে গঠিত। নিয়োগ বিজ্ঞপ্তিতে উপরোক্ত গ্রামের স্থায়ী বাসিন্দাদের আবেদন করতে বলা হয়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পর আবেদন করে পরীক্ষায় অংশগ্রহণ করেন ভরাকোণা গ্রামের পূজা দেব, তন্বী দেব ও বাশডর গ্রামের আরও ২জন। নির্ধারিত এলাকার বাহিরে থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন ভরপুর গ্রামের পিংকী আচার্য্য। পরবর্তীতে ২৪-১১-২০২২ তারিখে ফলাফলে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা ভরাকোণা গ্রাম থেকে ২ জন ও বাশডর গ্রাম থেকে ২ জন উর্ত্তীণ হয়। নির্ধারিত গ্রামের বাহিরে চাকুরী প্রত্যাশী ভরপুর গ্রামের পিংকী আচার্য্যও পরীক্ষায় উর্ত্তীণ হয়। পরে পিংকীকে নিয়োগের জন্য চুড়ান্ত করে ফলাফল প্রকাশ করা হয়। উর্ত্তীণ হওয়া পিংকী নির্ধারিত এলাকার বাহিরের চাকুরী প্রত্যাশী হওয়ায় ও তথ্যে ভুল ও অশুদ্ধ থাকার কারণে পিংকী আচার্য্যরে নিয়োগ বাতিল করে পুনরায় ফলাফল তৈরি ও নিয়োগপত্র ইস্যু করার জন্য আবেদন করেছেন দুই পরীক্ষার্থী।
এ নিয়ে অভিযোগকারী ভরাকোণা গ্রামের পূজা দেব ও তন্বী দেব বলেন- নিয়োগ পরীক্ষায় নিদিষ্ট এলাকার চাকুরী প্রত্যাশীদের প্রাধান্য না দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই এমন গ্রামের প্রার্থীকে উর্ত্তীণ দেখানো হয়েছে। এমন ফলাফল দেখে আমরা হতবাক হয়েছি। এই কারণে আমরা প্রকাশিত ফলাফল বাতিল চেয়ে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করেছি। আশা করছি আমরা ন্যায় বিচার পাবো।
এ প্রসঙ্গে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন- বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য হবিগঞ্জের পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালককে বলা হয়েছে।

প্রথম পাতা