নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
তারিখ: ৮-ডিসেম্বর-২০২২
নবীগঞ্জ প্রতিনিধি \

 নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শহরে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ শহরে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। এসময় নতুন কমিটির আহবায়ক জাহিদুল ইসলাম রুবেল ও যুগ্ম আহবায়ক জয় আহমেদসহ কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীরা। দীর্ঘদিন পর ছাত্রলীগের নতুন নেতৃত্ব অনুমোদন হওয়ায় খুশি তৃণমূলের কর্মীরা।
গত সোমবার (৫ ডিসেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটি অনুমোদন এর পর থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। কেন্দ্রীয় ছাত্রলীগ অনুমোদিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা হলেন, আহবায়ক জাহিদুল ইসলাম রুবেল, যুগ্ম আহবায়ক জয় আহমেদ, যুগ্ম আহবায়ক জোবায়ের রাকিব, যুগ্ম আহবায়ক জুয়েল আহমেদ, যুগ্ম আহবায়ক  আরিফুর রহমান প্রমি, সাজ্জাদ উল্লাহ, সদস,নাঈম আহমেদ, জাঁকার ফেরদৌস।

প্রথম পাতা