হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হারুন-অর-রশিদ। বুধবার বিকালে চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সালেহ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, সমিতির সাবেক সভাপতি জিপি মোঃ আফিল উদ্দিন, সাবেক সভাপতি মোঃ বদরু মিয়া, চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি ক্ষিতিশ চন্দ্র গোপ প্রমুখ। আইনজীবী নেতৃবৃন্দ বিচারকাজে কিছু সুনির্দিষ্ট সমস্যার কথা তুলে ধরে বলেন- বিচারকদের আইনানুগ আদেশ বা রায়ে আইনজীবীরা কখনো অসন্তুষ্ট হন না।
চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হারুন-অর-রশিদ বলেন- সকলের সহযোগিতায় আমরা বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করতে চাই। হবিগঞ্জ আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী, পুলিশ, চিকিৎসকসহ সকলের সহযোগিতায় ইতিমধ্যে দ্রæত বিচার নিষ্পত্তিতে হবিগঞ্জ জেলা রোল মডেলে পরিনত হয়েছে। গত নভেম্বর মাসে নিজের বিচারিক আদালতে দুই শতাধিক স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন- বিচারের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। দ্রæত বিচার নিশ্চিত করতে মহামান্য প্রধান বিচারপতির নির্দেশে প্রতিটি বিভাগে একজন করে মাননীয় বিচারপতিকে বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিনিয়ত উচ্চ আদালত আমাদের কার্যক্রম মনিটরিং করেন। তাতে মামলা নিষ্পত্তির হার বাড়ছে। তিনি সকলকে বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহবান জানান।