চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ৬ পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হল, উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মোঃ আব্দুল আওয়াল, ষাড়ের কোনা এলাকার মৃত দিনেশ চন্দ্র দেবের ছেলে দেবু দেব, চান্দপুর চা বাগানের মৃত রূপচান ভৌমিকের ছেলে মন্টু ভৌমিক, আসামপাড়া এলাকার মৃত আব্দুল মন্নানের ছেলে আসাদুজ্জামান আরজু, হাকাজুরা গ্রামের মোঃ আলতাব মিয়ার ছেলে মোঃ সুহেল মিয়া ও পনারগাও গ্রামের মৃত মঞ্জুর উল্লাহর ছেলে আলফু মিয়া। পুলিশ জানায়, উল্লেখিত আসামীদের মধ্যে ৪ জন সিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও ২ জন সিআর মামলার আসামী। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে থানার এস আই তরিকুল হাসান হিমন, এস আই নজরুল ইসলাম ও এস আই মোল্লা রফিকুল ইসলাম যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।