কোনো ঘোষণা ছাড়াই শহরের বিভিন্ন এলাকা হঠাৎ বিদ্যুতবিহীন হয়ে পড়ে। প্রায় ৩ ঘন্টা পর বিদ্যুত স্বাভাবিক হয়। গ্রাহকরা এতে ক্ষোভ প্রকাশ করেন। বারবার অভিযোগ কেন্দ্রে ফোন দেয়ার পরও তারা কর্ণপাত করেনি। আবার কোনো কোনো সময় ফোন রিসিভও করা হয়নি। আর ফোন রিসিভ করলেও বলা হয় ১০-২০ মিনিটের মধ্যে বিদ্যুত স্বাভাবিক হবে। তবে শহরবাসী জানিয়েছেন, শীতকাল চলছে। আবার ঝড় (২য় পৃষ্ঠায়) তুফান বা বাতাসও নেই। এ ছাড়াও এখন বিদ্যুত আগের চেয়ে সাশ্রয় হচ্ছে অনেক। তবুও কয়েক ঘণ্টা অন্ধকারে থাকার কারণে ভোগান্তিতে পড়েন শহরের একাংশের কয়েক হাজার গ্রাহক।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ শহরের রাজনগর ফিডারের আওতাধীন সকল এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। ৫/১০ মিনিট পর বিদ্যুত আসা যাওয়া করতে থাকে। বারবার অভিযোগ কেন্দ্রে ফোন দেয়া হলে বলা হয়, লোক যাচ্ছে। ফল্ট বের করা হচ্ছে। কিন্তু ১১টা পর্যন্ত কোনো লোক লাইনের ত্রæটি বের না করায় বিদ্যুত আসেনি। রাত ১১টার দিকে পিডিবির নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনকে ফোন করা হয়। তিনি বলেন, লোক যাচ্ছে এবং বিসিক শিল্প নগরী এলাকায় ত্রæটি দেখা দিয়েছে বলে জানান। পরে রাত সাড়ে ১২টার দিকে রাজনগর ফিডারের আওতাধীন শায়েস্তানগর, রাজনগর, মোহনপুর, ২নং পুলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুত ব্যবস্থা স্বাভাবিক হয়। উল্লেখ্য পিডিবির বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিদ্যুতের কোনো লাইনে ত্রæটি দেখা দিলে সাথে সাথে কাজ না করে ৩/৪ ঘণ্টা পর স্বাভাবিক করা হয়। তাও আবার একাধিকবার ফোন দেয়ার পর। এ নিয়ে ক্ষোভের শেষ নেই শহরবাসীর মাঝে।