জেলায় শ্রেষ্ঠ বাহুবল মডেল থানা
তারিখ: ৮-ডিসেম্বর-২০২২
বাহুবল প্রতিনিধি \

হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে বাহুবল মডেল থানাকে নির্বাচিত করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সভায় ভালো পারফর্মেন্সের পুরস্কার হিসেবে বাহুবল মডেল থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়। জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে রকিবুল ইসলাম খান, শ্রেষ্ঠ ওসি (তদন্ত) হিসাবে প্রজিত কুমার দাস এবং ডাকাতি মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধারের জন্য টিম বাহুবল থানাকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি। জানা যায়, বাহুবল সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতিসহ গত নভেম্বর মাসের অভিন্ন মানদÐের আলোকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে বাহুবল মডেল থানাকে নির্বাচিত করা হয়। বাহুবল থানা ইতিহাসে একসঙ্গে তিনটি পুরস্কার এটাই প্রথম। এদিকে রকিবুল ইসলাম খান প্রথম বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেও প্রজিত কুমার দাস টানা দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ ওসি (তদন্ত) নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি অক্টোবর মাসের শ্রেষ্ঠ ওসি (তদন্ত) নির্বাচিত হয়েছিলেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ, বাহুবল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের, ও জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ অফিসারবৃন্দ।

প্রথম পাতা