শুষ্কতা কাটাতে হবিগঞ্জ পৌরসভার রোড ডিভাইডারের গাছ গুলোতে নিয়মিত পানি দেয়া কার্যক্রম উদ্বোধন করেছেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ আবুল হাসিম। হবিগঞ্জ পৌরসভার রাস্তার ডিভাইডারগুলোতে সৌন্দর্য্য বর্ধনকারী গাছ রয়েছে। বৃষ্টি মওসুমে গাছগুলো সতেজ থাকলেও শুষ্ক মওসুমে গাছে শুষ্কতা দেখা দেয়। ফলে গাছগুলোকে সতেজ রাখতে পৌরসভার পক্ষ হতে পানি দেয়াসহ অন্যান্য পরিচর্যার কাজ বৃদ্ধি করা হয়। সোমবার সকালে হবিগঞ্জ শহরের দুর্জয় স্মৃতি স্তম্ভের সামন থেকে পানি দেয়া কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ আবুল হাসেম। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা (৩য় পাতায় দেখুন) মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীব"ন্দ। এ সময় পৌরসভার ওয়াটার ট্রাক দিয়ে রাস্তার ধুলো কমানোর জন্য পানি ছিটানো কার্যক্রমও শুরু করা হয়। পুরো শুষ্ক মওসুম জুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে হবিগঞ্জ পৌরসভা অফিস।