চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৭.৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ
তারিখ: ২৩-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযানে প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের ৪৭.৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ ডিসেম্বর রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে চুনারুঘাট উপজেলার বাল্লা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে বনগাঁও এলাকায় ঝোপঝাড়ে ফেলে যাওয়া একটি বস্তা তল্লাশি করে মালিকবিহীন ৪৭.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। জব্দকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম চলছে। মাদক পাচারে জড়িতদের শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

প্রথম পাতা