বড়দিন উপলক্ষে অনুদান প্রদান করেছে নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদ
তারিখ: ২৩-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উপলে আর্থিক অনুদান প্রদান করেছে নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদ। গতকাল (সোমবার) মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ইউনিয়নের ৪টি চার্চ নেতৃবৃন্দের কাছে অর্থিক অনুদান প্রদান করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল।
নোয়াপাড়া ইউনিয়নে অবস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের ৪টি চার্চের পক্ষে অনুদান গ্রহণ করেন- নোয়াপাড়া চা বাগান প্রেসবিটারিয়ান চার্চের সেক্রেটারি নির্মল বিশ্বাস, বৈকুণ্ঠপুর চা বাগান প্রেসবিটারিয়ান চার্চের সভাপতি মাইকেল ভাস্কে, জগদীশপুর চা বাগান প্রেসবিটারিয়ান চার্চের সেক্রেটারি জুয়েল সরেণ, জগদীশপুর চা বাগান পাথর টিলা প্রেসবিটারিয়ান চার্চের সেক্রেটারি পনেল মুন্ডা। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ মন্তাজ মিয়া, ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল চন্দ্র রেলী, দুলাল ঘোষ, মোঃ সহিদ মিয়া, সংরতি নারী সদস্য সোমা রেলী, নোয়াপাড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কমেট নায়েক, সাবেক সভাপতি নিহার পাত্র,  সাধারণ সম্পাদক মনি বাউরী, পঞ্চায়েত সদস্য সূজয় লাল।
নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল উপস্থিত নেতৃবৃন্দের সাথে আলোচনায় আসন্ন বড়দিন উপলক্ষে সবাইকে ক্রিসমাস শুভেচ্ছা জানান এবং সম্প্রীতির নোয়াপাড়া গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রথম পাতা