স্টাপ রিপোর্টার ॥
রাজধানীর একটি অভিজাত হোটেলে গতকাল সোমবার (২২ ডিসেম্বর) সম্পাদক পরিষদ ও নোয়াবের যৌথ উদ্যোগে “মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ” শীর্ষক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত মব ভায়োলেন্স, আইনহীনতা ও জননিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে এ সভার আয়োজন করা হয়। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিত্ব, নাগরিক সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। প্রতিবাদ সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
তিনি বলেন, মব ভায়োলেন্স কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। আইনের শাসন দুর্বল হলে, বিচারহীনতার সংস্কৃতি বিস্তৃত হলে এ ধরনের সহিংসতা বাড়ে। তিনি অবিলম্বে আইনের কঠোর প্রয়োগ, অপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দেন। এ সময় হবিগঞ্জ-৪ (মাধবপুর চুনারুঘাট) আসনের বিএনপির মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল-এর সুযোগ্য সন্তান তরুণ প্রজন্মের আইডল আলহাজ্ব ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং আলহাজ্ব সৈয়দ শাফকাত আহমেদ সভায় অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মব ভায়োলেন্স কেবল ব্যক্তির জীবন ও সম্পদের জন্যই হুমকি নয়, এটি গণতন্ত্র, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও আঘাত হানে। গণমাধ্যমের স্বাধীন ভূমিকা নিশ্চিত করা এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য তুলে ধরা এখন সময়ের দাবি। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রভাবের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
সভায় আরও বলা হয়, তরুণ সমাজকে সহিংসতা ও উগ্রতার পথ থেকে দূরে রেখে গণতান্ত্রিক চর্চায় সম্পৃক্ত করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দল, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অংশগ্রহণকারীরা মনে করেন, সহনশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন ও স্থিতিশীলতা সম্ভব নয়। প্রতিবাদ সভা শেষে উপস্থিত সবাই মব ভায়োলেন্সের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং একটি নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।