স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ কুতুব উদ্দিনকে গ্রেপ্তার না করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আইনশৃখলা বাহিনীর অভিযান চললেও রাজিউড়া ইউনিয়নে প্রকাশ্যে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কুতুব উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ কুতুব উদ্দিন এলাকায় অবস্থান নিয়ে প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, তিনি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পুনরায় সক্রিয় করার চেষ্টা করছেন। প্রায়ই গোপন মিটিং করছেন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে। স্থানীয়দের দাবি, শেখ কুতুব উদ্দিন রাজিউড়া ইউনিয়ন বিএনপির এক নেতার স্বজন হওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যে কারণে তিনি নির্ভয়ে নিজের বাড়িতে অবস্থান করছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, জেলার অন্য এলাকায় আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হলেও রাজিউড়া ইউনিয়নে ভারপ্রাপ্ত সভাপতি শেখ কুতুব উদ্দিনের বিরুদ্ধে কোনো পদপে নেই। বিএনপির সঙ্গে পারিবারিক ও রাজনৈতিক সম্পর্ক থাকার কারণেই তিনি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। এতে সাধারণ মানুষের মধ্যে ােভ ও বিভ্রান্তি বাড়ছে।