মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার ব্যাঙ্গাডুবা গ্রামে গাড়ি চাপায় অলিল মিয়া নামে এক পথচারি নিহত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মহাসড়কের ব্যাঙ্গা ডুবা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ষাড়েরগঞ্জ গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।