স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের প্রাচীন সাহিত্য সংগঠন হবিগঞ্জ সাহিত্য পরিষদের ৩৪ বছর পূর্তি উপলক্ষে ৪দিন দিনব্যাপী সাহিত্য সম্মেলন ও গ্রন্থমেলা এবং উদ্যোক্তা মেলার সমাপ্ত হয়েছে। সংগঠনের সভাপতি কবি কথা-সাহিত্যিক তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে ও লেখক-সংগঠক, সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ এর সঞ্চালনায় চার দিনব্যাপী সাহিত্য ও গ্রন্থমেলার গতকাল ছিল সমাপনী দিন। এই প্রথমবারের মতো ঢাকা থেকে একাধিক বড় বড় স্বনামধন্য প্রকাশনীগুলো মেলায় অংশগ্রহণ করায় বই ক্রেতাদের পছন্দের লেখকদের বই পেয়েছেন এবং উদ্যোক্তাদের রকমারি পিঠা ও কসমেটিকে উপছেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। গত ১৯ই ডিসেম্বর ২০২৫ জাতীয় সংগীত শান্তির পায়রা উড়িয়ে উদ্বোধন করেন উদ্বোধক ও প্রধান অতিথি মেট্রোপলিটন ইনভারসিটির ভাইস চ্যান্সেলর ড.ম্হুাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক দৈনিক সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, বৃন্দাবন সরকারি কলেজের সাদেক অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বখত চৌধুরী জালাল, লোকগবেষক আবু সালেহ আহমদ প্রমুখ। সংগঠনের ১৪ জন প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে ১৩ জনই প্রয়াত তাদেঁরকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অবঃ প্রফেসর আবদুল মুকতাদিরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়, চিকিৎসা, সমাজ ও সংস্কৃতি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ডা মোঃ জমির আলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রথম দিন ১৯শে ডিসেম্বর ২০২৫ আলোচনা সভার প্রধান অতিথি মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, প্রফেসর ড. জহিরুল হক এঁর নিকট থেকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তাদের পরিবারের সদস্যবৃন্দ যথাক্রমে প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষাবিদ সাহিত্যিক অধ্যক্ষ সিরাজ হক এঁর পক্ষে তাঁর ছেলে মোস্তফা রেজাউল হক সায়ের, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাহিত্যিক আইনজীবী এডভোকেট মোঃ শাহজাহান বিশ্বাস এরঁ পক্ষে তাঁর ভগ্নিপতি বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদ, লোক গবেষক সংগ্রাহক তরফদার মোঃ ইসমাঈল এঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার ছোট ভাই ইসলাম তরফদার তনু, সদস্য কবি ও সাংবাদিক পার্থ সারথি চৌধুরীর পক্ষে কবি নাট্যকার সিদ্দিকী হারুন, দপ্তর সম্পাদক কবি গিয়াস চৌধুরীর পক্ষে বর্তমান সাধারণ সম্পাদক লেখক কবিএম এ ওয়াহিদ সদস্য তাহির আলী বশনীর পক্ষে বশনী ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক এম এ কাদের, সদস্য তাউছ মিয়াম মহালদারের পক্ষে তার ছোট মেয়ে, সহ-সভাপতি সৈয়দ হাছান ইমাম হোসাইনী চিশতির পক্ষে যুগ্ম-সম্পাদক মোঃ কুদ্দুস আলী মনোহর, সহ-সভাপতি দ্রোহী কথা সাহিত্যিক ও উপন্যাসিকের আব্দুর রউফ চৌধুরীর পক্ষে তাঁর নাতি তানভির তোহা। সাংগঠনিক সম্পাদক গবেষক সৈয়দ আব্দুল্লাহ পক্ষে তাঁর ছোট ভাই সৈয়দ নুরুল ইসলাম, সদস্য আবদুল মুকতাদির এর পক্ষে তারঁ মেয়ে ফাতিহা মুকতাদির দ্বিতীয় দিন রাষ্ট্রীয় শোক দিবসে বইমেলা খোলা রেখে অন্যান্য কার্যক্রম বন্ধ রাখা হয়। তৃতীয় দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব সাহিত্যিক অনুবাদক দিলীপ কুমার বণিক, বিশেষ অতিথিদের হবিগঞ্জ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ডাঃ মোঃ জমির আলী মধ্যে বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞানের সহকারি অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব, দৈনিক জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ফজলুর রহমান। বক্তব্য প্রদান করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক গৌতম সরকার, মাধবপুর উপজেলা শাখার সভাপতি সৈয়দ মশিরুল হোসেন প্রমুখ। সংগঠনের ৩৪ বছরের কার্যক্রম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ওয়াহিদ ও সহকারি অধ্যাপক গৌতম সরকার। গতকাল ২২শে ডিসেম্বর সমাপনী দিনে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আবদুল মজীদ বিশ্বাস, অতিথি হিসেবে ছিলেন ইসলামি ফাউন্ডেশন এর উপ-পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জাহান আরা খাতুন, নাট্য মেলার সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, কবি কথা সাহিত্যিক সিদ্দিকী হারুন, শব্দকথা প্রকাশক গণমাধ্যমকর্মী মনসুর আহমেদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিষদের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক গৌতম সরকার, সহকারি অধ্যাপক লতিফ, সদস্য মোঃ আবদুল হক রাইট হয়ে কেজি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ আফজাল হোসেন প্রমুখ। প্রতিদিন বিকেল সাড়ে৩ টায় একক/দলীয় পরিবেশনায় কবিতা আবৃত্তি কবিতা অনুষ্ঠিত হয় অংশগ্রহণ করে কবিতা কন্ঠ চুনারঘাট, চারু কন্ঠ হবিগঞ্জ পদক্ষেপ আবৃত্তি পরিষদ শব্দকথা লেখক ও পাঠক ফোরাম। কবিরা স্বরচিত কবিতা আবৃত্তি করেন। দলীয় পরিবেশনার প্রতিটি সংগঠনকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। 'নতুন প্রজন্মের মননে সাহিত্যের প্রভাব", ও "হবিগঞ্জ সাহিত্য পরিষদের অতীত ও বর্তমান" এবং 'ক্লাসিক সাহিত্য" তিনটি বিষয়ে আলোকপাত করেন অতিথি বৃন্দ।