স্টাফ রিপোর্টার ॥
নবীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলার ২নং ছোট ভাকৈর ইউনিয়নের বাদেভাকৈর মৌজার ছোট ভাকৈর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেত"ত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। অভিযানে বালুমহাল ও মাটি ব্যব¯'াপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারায় কাজীরবাজার গ্রামের নুরুল মিয়ার পুত্র সেলিম মিয়াকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তি কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই কৃষিজমি থেকে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করছিলেন বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “পরিবেশ রা ও কৃষিজমি সুরায় অবৈধভাবে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। আগামী দিনগুলোতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।” প্রশাসনের প থেকে জানানো হয়, পরিবেশ ও কৃষিজমি রায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যব¯'া গ্রহণ করা হবে।