স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৫ ডিসেম্বর বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে হবিগঞ্জ শহর আনন্দ মিছিল অনুুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) রাতে হবিগঞ্জ সদর সদর উপজেলা পরিষদের সাবেক তিনবারের ভাইস চেয়ারম্যান ও কৃষক দল সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আউয়ালের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে। এতে উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম মঞ্জিল, এডভোকেট মোস্তফা মিয়া, ইমরান আহমেদ, মোহাম্মদ রুবেল মিয়া, মোহাম্মদ আল-আমিন, আব্দুল নূও, মোঃ হাসিম, মোহাম্মদ ইব্রাহিম মিয়া, সিপন আহমেদ, সাকিল মিয়া, মোহাম্মদ জাহির মিয়া, শামীম মিয়া, মোঃ রেনু মিয়া, সঞ্জয় রায় ও মোঃ ময়না মিয়া প্রমূখ। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দরা তারেক রহমানের আগমনকে স্বাগত জানান।