আজমিরীগঞ্জে সরকারি গাড়ির চাকা ঘুরার আগেই তেলের বিল উত্তোলন!
তারিখ: ২৩-ডিসেম্বর-২০২৫
সেন্টু আহমেদ জিহান, আজমিরীগঞ্জ ॥

 আজমিরীগঞ্জ উপজেলায় সরকারি গাড়ির তেল খরচ উত্তোলনে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শান্তনু আচার্যের বিরুদ্ধে। প্রাপ্ত নথি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য বিশ্লেষণে এসব অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। জানা যায়, সরকারি কাজে ব্যবহারের জন্য একটি গাড়ি বরাদ্দ পাওয়ার আগের দিন থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তা তেল খরচ দেখিয়ে বিল উত্তোলন করেন। অথচ ওই সময় পর্যন্ত তার নামে কোনো সরকারি গাড়ি বরাদ্দের আদেশ কার্যকর ছিল না। আরও বিস্ময়কর তথ্য হলো, গাড়ি বরাদ্দ পাওয়ার তিন মাস ৪ দিন পর ড্রাইভার নিয়োগ দেওয়া হলেও তিনি সরকারি কোষাগার থেকে পূর্ণ চার মাসের তেল খরচ একসঙ্গে উত্তোলন করেন। অর্থাৎ, চালক ছাড়াই কীভাবে গাড়ি চলেছে সে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট দফতরের প্রাপ্ত সূত্র মোতাবেক জানা গেছে, উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে সরকারি কাজে ব্যবহারের জন্য চলতি বছরের ১৮ মার্চ সাদা রংয়ের মিৎসুবিশি এলএক্স-২০০ মডেলের একটি গাড়ি বরাদ্দ পান। সেই গাড়িটি চালানোর জন্য ড্রাইভার (চালক) নিয়োগ দেয়া হয় ২২ জুন। তথ্য অনুসন্ধানে জানা যায়, উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে সরকারি কাজে ব্যবহারের জন্য ব্যবহারের বরাদ্দকৃত গাড়িটির জ্বালানি বিল উত্তোলন করেন গাড়ি বরাদ্দ পাওয়ার একদিন আগে (১৭ মার্চ থেকে ২৫ জুন পর্যন্ত)। প্রতিমাসে একই মিলে ১৪১ লিটার করে ১০৫ টাকা দরে জ্বালানির (ডিজেল) বিল ১৪ হাজার ৮০৫ টাকা করে। চার মাসে মোট বিল ৫৯ হাজার ২২০ টাকা। প্রাপ্ত বিল থেকে মূসক সাড়ে ৭ পার্সেন্ট ও আয়কর ৫ পার্সেন্ট বাবদ ৮ হাজার ৮৮৩ টাকা বাদ দিয়ে ৫০ হাজার ৩৩৭ টাকা বিল উত্তোলন করেন। যা তেলের বিলের তারিখ মিলিয়ে দেখলেই গরমিল দেখা যায়। 
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, এ ধরনের অনিয়ম শুধু সরকারি অর্থের অপচয় নয়, বরং প্রশাসনিক শৃঙ্খলারও পরিপন্থি। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে মন্তব্য নিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শান্তনু আচার্যের মুঠোফোনে কল দিলে তিনি সরাসরি কথা বলবেন বলে জানান। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম বলেন, চালকবিহীন গাড়ি চলার কথা না। তিনি এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে আলাপ করবেন বলে জানান।

প্রথম পাতা