হাজী মোহাম্মদ মধু মিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত
তারিখ: ২-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার বাসিন্দা, শহরের মধুবন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ও সমাজ সেবক মরহুম হাজী মোহাম্মদ মধু মিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। তিনি ২০১৯ সালের পহেলা জানোয়ারী ইন্তেকাল করেন। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে মরহুমের কবর জিয়ারত, খতমে কোরআন, তাবারুক বিতরণ ও ইছালে ছোয়াব মাহফিলের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত অনন্তপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে সভাপতি করেন নুরুল ইসলাম নানু, সহ-সভপতি ফজর আলী, আব্দুল গফুর, মোঃ আলমগীর, প্রধান অতিথি ছিলেন, অনন্তপুর জামে মসজিদের খতিব মুফতি মুজিবুর রহমান খান আল কাদেরী, বিশেষ অতিথি ছিলেন মাওলানা রোকন উদ্দিন আশরাফী প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী। বিশেষ আলোচক অনন্তপুর জামে মসজিদ মাওলানা মুফতি সৈয়দ হোসেন বেলালী ইমাম, মোয়াজ্জিন অনন্তপুর জামে মসজিদ ক্বারী আব্দুল আউয়াল। প্রসঙ্গ জীবদ্দশায় তিনি সমাাজ সেবা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে জড়িত ছিলেন।