সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপসহীন -জি কে গউছ
তারিখ: ২-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়ার ছিলেন আপসহীন। তিনি মানুষের ভোটের অধিকার এবং গণতন্ত্রের জন্য আমৃত্যু আপসহীন সংগ্রাম করে গেছেন। বাংলাদেশের মুক্তিকামী দেশপ্রেমিক জনগণ খালেদা জিয়ার জীবনাদর্শ থেকে সাহস ও প্রেরণা পাবে। তিনি গতকাল বৃহস্পতিবার বাদ এশা শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হবিগঞ্জ জেলা জাসাসের খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন। মাহফিলে জি কে গউছ আরও বলেন- সারাবিশ্বে নজীরবিহীন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। ইতিপূর্বে বাংলাদেশে এত বড় জানাজা অনুষ্ঠিত হয়নি। এই জানাজা প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে কতটা ভালবাসতেন। 
জেলা জাসাসের আহবায়ক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী এনামুল হক, এমজি মোহিত, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মতিন, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, জেলা কৃষকদলের আহবায়ক মফিজুর রহমান বাচ্চু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমেদ রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ওলামা দলের আহবায়ক কারী কবির হোসেন, জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদত গোলাম মাহবুব, পৌর শ্রমিকদলের আহবায়ক মাহবুবুর রহমান, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াদুদ, এমদাদুল হক লিটন, কামরুজ্জামান কুদ্দুস, সদর উপজেলা জাসাসের আহবায়ক মোহম্মদ আলী মাসুক, জাসাস নেতা সাইফুর রহমান চৌধুরী পাপলু, ফটিক মিয়া, আফরোজ বখত টুটন, এমরান আহমেদ কাওছার, ইয়াকুব আলী, মোজাম্মেল চৌধুরী প্রমুখ। মাহফিলে মোনাজাত করেন হফেজ মিজানুর রহমান।